বামনডাঙ্গা আব্দুল হক কলেজ

বাংলাদেশের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ইতিহাস ও পরিচিতি

বামনডাঙ্গা আব্দুল হক কলেজ

ডাকঘর: বামনডাঙ্গা, উপজেলা: সুন্দরগঞ্জ, জেলা:গাইবান্ধা

ইতিহাস

বামনডাঙ্গার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আবু মুসা প্রামানিক স্থানীয় যুব সম্প্রদায়কে সাথে নিয়ে অত্র এলাকায় শিক্ষার আলো বিকশিত করার লক্ষ্যে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। অতঃপর জনাব এ.কে.এম আব্দুল হক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ও অত্র এলাকার সর্বসাধারণের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতায় ১৯৮৭ সালের ২৮ মে বামনডাঙ্গা আব্দুল হক কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালের ১৪ মার্চ রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক উচ্চ মাধ্যমিক স্তরের প্রাথমিক অনুমতি লাভ করে। ১৯৯৪ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। ২০১২ সালের ১২ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ¯œাতক (পাস) কোর্স অধিভূক্তি লাভ করে। কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষক ম-লির প্রচেষ্টায় শিক্ষার্থীদের নিজস্ব মেধা, চিন্তা শক্তি ও বুদ্ধিমত্তাকে যুগোপযোগি করে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ই আই আই এন (EIIN) নাম্বারঃ ১২১৭৫৬

মোবাইল নাম্বারঃ ০১৭১৭৬৩৮২২২
ই-মেইলঃ bahcollage@gmail.com

উচ্চ মাধ্যমিক

বিজ্ঞান

মানবিক

বানিজ্য

ডিগ্রি

বিজ্ঞান

মানবিক

বানিজ্য

 

ভর্তি

বামনডাঙ্গা আব্দুল হক কলেজে ভর্তি জন্য নিচের লিংকটি চাপুন।